ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ'। দলের হয়ে হয়ে ৪৫ রান করেন সাইফ হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।
বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। একশর আগেই মেলবোর্নের ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসান মাহমুদরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে। ৩৮ বলে ৬১ রান করেছেন মারলো। আর ক্রিশ্চিয়ান অপরাজিত ছিলেন ১৫ রান করে।
No comments yet. Be the first to comment!